কলকাতা নিউজ ব্যুরো: অধীর চৌধুরীর এলাকায় কংগ্রেসকে দুর্বল করার এবং তৃণমূলের শক্তি বাড়ানোর গুরুদায়িত্ব পেয়েছেন শুভেন্দু অধিকারী। আর তৃণমূল সুপ্রিমোর কাছে থেকে এই দায়িত্ব পাবার পরে একাধিক জনসভায় প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর চৌধুরীকে বিভিন্ন ভাবে আক্রমণ করেছেন শুভেন্দু বাবু। কিছুদিন আগে অধীর চৌধুরীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী।
তবে অধীর-বাবু শুভেন্দু অধিকারীর বক্তব্যে পাত্তা দিতে চান না।
সরাসরি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়লেন অধীর চৌধুরী। উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত আদালতে পুরানো একটি মামলায় হাজিরা দিতে এসে মুর্শিদাবাদের রবিনহুড বলেন," মুর্শিদাবাদের যে কোনও আসনে মুখ্যমন্ত্রী দাঁড়ান আমার বিরুদ্ধে, খুব খুশি হব।" কৌশলে এইভাবে তৃণমূল সুপ্রিমোকে চ্যালেঞ্জ জানালেন অধীর চৌধুরী। এমনটাই মনে করেন বিশেষজ্ঞ মহল।
গতকাল মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষক সমস্যা সমাধানের জন্য ২ বছরের চুক্তিতে শিক্ষক নেবার পরিকল্পনার কথা জানান।
এই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন," এটা শিক্ষক নিয়োগ নয়। ক্রীতদাস নিয়োগ হচ্ছে। যেমন ভাবে পুলিশের বদলে সিভিক ভলান্টিয়ার নিয়োগ হয়েছে, তাতে সকলকে দল-দাসে পরিণত করা হবে।"
তবে অধীর-বাবু শুভেন্দু অধিকারীর বক্তব্যে পাত্তা দিতে চান না।
গতকাল মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষক সমস্যা সমাধানের জন্য ২ বছরের চুক্তিতে শিক্ষক নেবার পরিকল্পনার কথা জানান।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন