কলকাতা নিউজ ব্যুরো: কলকাতা পুলিশে ২৪০ জন মহিলা সিভিক ভলান্টিয়ার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে।
শূন্য পদ: কলকাতা পুলিশের নর্থ ও নর্থ সাব-আরবান ডিভিশন ২৫,
সাউথ ডিভিশন ২৫, সেন্ট্রাল ডিভিশন ২৫, পোর্ট ডিভিশন ২৫, ইস্টার্ন সাব-আরবান ডিভিশন ২৫, সাউথ ইস্টার্ন ডিভিশন ২৫, সাউথ সাব-আরবান ডিভিশন ২৫, সাউথ ওয়েস্ট ডিভিশন ২৫,
ইস্ট ডিভিশন ২৫, কলকাতা মাউন্টেড পুলিশ ১৫ ।
বয়স: ২০ থেকে ৬০ বছর(১লা জানুয়ারি ২০১৯ অনুযায়ীর)।
যোগ্যতা: ন্যূনতম যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী উত্তীর্ণ।
আবেদন করতে হবে ৪ ফেব্রুয়ারির মধ্যে। আবেদনের ফর্ম ডাউন-লোড করতে পারবেন নিচের ওয়েবসাইট থেকে।
www.kolkatapolice.gov.in
শূন্য পদ: কলকাতা পুলিশের নর্থ ও নর্থ সাব-আরবান ডিভিশন ২৫,
বয়স: ২০ থেকে ৬০ বছর(১লা জানুয়ারি ২০১৯ অনুযায়ীর)।
যোগ্যতা: ন্যূনতম যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী উত্তীর্ণ।
আবেদন করতে হবে ৪ ফেব্রুয়ারির মধ্যে। আবেদনের ফর্ম ডাউন-লোড করতে পারবেন নিচের ওয়েবসাইট থেকে।
www.kolkatapolice.gov.in
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন