খেলার মাঠ ও মাঠের বাইরে সব জায়গায় বেশ আক্রমণাত্মক তিনি। প্রতিপক্ষের বোলারদের দমিয়ে রাখতে সসময় পছন্দ করেন ভারতীয় দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম থেকে নিজের চেনা ছন্দেই ব্যাট চালিয়ে যাচ্ছেন বিরাট। অস্ট্রেলিয়া সফর মানে বিরাট চাপ। অজি ভূমিতে সিরিজ জয়ের অধরা স্বপ্নপূরণের লক্ষ্যে টিম ইন্ডিয়ার প্রথম এবং প্রধান ভরসা যে তিনিই, তা ভাল করে জানেন বিরাট।
তাই, তাঁর প্রতি প্রত্যাশাও বেশি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। আর এই প্রত্যাশার চাপ সামলাতে বিরাট যে সসময় তৈরি আছেন তা আগেই জানিয়ে দিয়েছেন ভারতীয় অধিনায়ক। তিনি সাফ জানিয়ে দিলেন, তাঁর কারও কাছে কিছু প্রমাণ করার নেই। তিনি শিখতে এসেছেন দলের যা প্রয়োজন তাই করবেন।
অ্যাডিলেডে টেস্ট শুরু হতে বেশি বাকি নেই। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে ১১ বার চেষ্টা করেও সিরিজ জিততে পারেনি ভারত। ভারতের সব থেকে ভাল ফল বলতে ভারতের প্রাক্তণ অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সময় টেস্ট সিরিজ ড্র করা।
তবে, এবারের অজি টিম বেশ দুর্বল। দলের তারকা ক্রিকেটাররা নির্বাসিত। তাই, অনেকে এই সফরকে ভারতের কাছে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ হিসেবে দেখছেন।
অ্যাডিলেডে টেস্ট শুরু হতে বেশি বাকি নেই। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে ১১ বার চেষ্টা করেও সিরিজ জিততে পারেনি ভারত। ভারতের সব থেকে ভাল ফল বলতে ভারতের প্রাক্তণ অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সময় টেস্ট সিরিজ ড্র করা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন