রার-বার মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয় নি। শুক্রবার কালনার সভা সেরে মুখ্যমন্ত্রী কলকাতা ফিরতেই শনিবার আবার উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের গলসি।
ঘাঘড়া গ্রামে নতুন ও পুরানো তৃণমূলের মধ্যে বিবাদে মুহুর্মূহু বোমাবর্ষণ হয়। তারি সঙ্গে চলে গুলি। ঘটনায় দুই পক্ষের কম করে ১০ জন গুরুতর জখম হয়েছেন। ওই গ্রামের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরও করে লুঠ করা হয় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের তরফে দাবি করা হয়েছে, এলাকায় কোনও গুলি চালানোর ঘটনা ঘটেনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন