নিজস্ব প্রতিবেদন: সম কাজে সম বেতনের দাবিতে অনেক দিন ধরেই আন্দোলন চলছে রাজ্যে। এবার সম কাজে সম বেতন ও আরও কিছু দাবিতে রাজ্য-জুড়ে বড় রকমের আন্দোলনে নামতে চলেছেন রাজ্যের পার্শ্বশিক্ষক ঐক্য-মঞ্চ।
জানুয়ারির ৪ তারিখ বেলা ১২ টার সময় প্রাথমিক শিক্ষা পর্ষদ ও এসপিডি অফিস ঘেরাও করার ডাক দেওয়া হয়েছে। ওই একই দিনে বিকাশ ভবনের কাছে করুণাময়ী বাস-স্ট্যান্ডের কাছে জমায়েতের ডাক দেওয়া হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন