নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানেই হবে এবারের লোকসভা ভোট। রবিবার দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে গুরু দায়িত্ব গ্রহণ করছেন সুনীল অরোরা।
এর আগে দেশের দায়িত্বে থাকা মুখ্য নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়াত অবসর নিয়েছেন শনিবার। আজ তাঁরি চেয়ারে বসছেন অরোরা।
কিছুদিন আগেই নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে সুনীল অরোরার নাম চূড়ান্ত করে কেন্দ্র। তাঁর নাম পাঠানো হয় রাষ্ট্রপতি ভবনে।
২০১৯ সালের লোকসভা নির্বাচন ছাড়াও আরও কিছু দায়িত্ব থাকছে তাঁর কাঁধে। এর মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর, ওড়িশা, মহারাষ্ট্র, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ ও সিকিমের বিধানসভা নির্বাচন। তাই তাঁর সামনে যে কঠিন চ্যালেঞ্জ তা আর বলার অপেক্ষা রাখে না।
কিছুদিন আগেই নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে সুনীল অরোরার নাম চূড়ান্ত করে কেন্দ্র। তাঁর নাম পাঠানো হয় রাষ্ট্রপতি ভবনে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন