সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানকে এর আগেও বহু বার সতর্ক করেছে ভারত সরকার। এবার সতর্ক করার পাশাপাশি পাকিস্তানকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত।
তবে সেই প্রস্তাবে পাকিস্তান রাজি হবে কি হবে না সেটা এখন সেই দেশের সরকারের উপর সবকিছু নির্ভর করছে। পাকিস্তান চাইলে সেখানকার জঙ্গিদের কাবু করতে ভারত সাহায্য করতে পারে বলে বার্তা দিলেন রাজনাথ সিং।
রবিবার জয়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনাথ বলেন, ‘পাক প্রধানমন্ত্রীকে বলতে চাই, আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য নিয়ে যদি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করা যায়, তাহলে পাকিস্তানে কেন নয়!
পাকিস্তান যদি একা জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে না পারে তাহলে ভারতের সাহায্য চাইতেই পারে তারা।'
এর পরে ভারতে জঙ্গি তৎপরতার নিয়ে বলতে গিয়ে রাজনাথ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় গত চার বছরে দেশে খুব বড় কোনও জঙ্গি হামলার মতন ঘটনা হয়নি। দেশে কোনও জঙ্গি হামলা হয়নি এমন কথা বলছি না। তবে গত সাড়ে চার বছরে তেমন বড় কোনও ঘটনা দেশে ঘটেনি।'
রবিবার জয়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনাথ বলেন, ‘পাক প্রধানমন্ত্রীকে বলতে চাই, আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য নিয়ে যদি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করা যায়, তাহলে পাকিস্তানে কেন নয়!
এর পরে ভারতে জঙ্গি তৎপরতার নিয়ে বলতে গিয়ে রাজনাথ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় গত চার বছরে দেশে খুব বড় কোনও জঙ্গি হামলার মতন ঘটনা হয়নি। দেশে কোনও জঙ্গি হামলা হয়নি এমন কথা বলছি না। তবে গত সাড়ে চার বছরে তেমন বড় কোনও ঘটনা দেশে ঘটেনি।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন