বিয়ের কাজ সেরে ফেললেন নিক জোনাস আর প্রিয়াঙ্কা চোপড়া। এবার আর তাদের লুকিয়ে প্রেম করতে হবে না। এবার তারা প্রেমিক-প্রেমিকা থেকে স্বামী-স্ত্রী হলেন। শনিবার যোধপুরের উমেদ ভবনে তাঁদের এই বিয়ের কাজ শেষ হয়।
বৃহস্পতিবার থেকে উমেদ ভবনে বসেছিল নিক-প্রিয়াঙ্কার বিয়ের জমজমাট আসর। প্রথম দিন সংগীত অনুষ্ঠান দিয়ে বিয়ের শুভ উদ্বোধন হয়। আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা পোশাকে সেদিন সেজেছিলেন প্রিয়াঙ্কা।
শুক্রবার ছিল মেহেন্দির অনুষ্ঠান। আজ, শনিবার খ্রিস্টান মতে বিয়ে সারেন তাঁরা। প্রিয়াঙ্কা বিয়েতে সেজেছিলেন র্যালফ লরেনের গাউনে। নিকও প্রায় ওই ধরণের এক পোশাকই পরেছিলেন। জুয়েলারির দায়িত্ব ছিল প্রিয়াঙ্কারই নিজের সংস্থা। বিয়ের আগে তাঁরা উমেদ প্যালেসের লবিতে পোজ দেন একাধিক ছবি তোলেন।
কিন্তু সেই ছবি এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। এই ছবির প্রসঙ্গে শোনা যাচ্ছে, তাঁদের বিয়ের ছবির স্বত্ত্ব নাকি বিক্রি হয়ে গিয়েছে একটি আন্তর্জাতিক ম্যাগাজিনে কাছে।
বৃহস্পতিবার থেকে উমেদ ভবনে বসেছিল নিক-প্রিয়াঙ্কার বিয়ের জমজমাট আসর। প্রথম দিন সংগীত অনুষ্ঠান দিয়ে বিয়ের শুভ উদ্বোধন হয়। আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা পোশাকে সেদিন সেজেছিলেন প্রিয়াঙ্কা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন