বিতর্ক থাকতেই পারে। কেউ বিতর্কের ঊর্ধ্বে নয়। কানহাইয়াও তার ব্যতিক্রম হতে পারে না। নিন্দুকেরা তাঁর নামে অনেক কথাই বলেন।
সেই সমালোচনাকে মেনে নিয়েও বলতে হয় এই মুহূর্তে বাম মনস্ক যুবক-যুবতীদের কাছে আইকন হলেই কানহাইয়া কুমার। আর সেই কানহাইয়া আসছেন কলকাতায়। জানা গিয়েছে, ২৬ ডিসেম্বর কলকাতায় বক্তব্য রাখতে আসছেন বামপন্থী এই যুব নেতা।
সিপিআই-এর সাধারণ পর্ষদের সভায় মঞ্চে উপস্থিত থাকবেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতায় ১৫ ডিসেম্বর বক্তব্য রাখতে আসছে উমর খালিদ। তবে কলকাতায় উমর খলিদ যে অনুষ্ঠানে বক্তব্য রাখবেন, সেটির আয়োজন করছে কারা তা জানা যায়নি।
প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতায় ১৫ ডিসেম্বর বক্তব্য রাখতে আসছে উমর খালিদ। তবে কলকাতায় উমর খলিদ যে অনুষ্ঠানে বক্তব্য রাখবেন, সেটির আয়োজন করছে কারা তা জানা যায়নি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন