কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার শান্তিপুরে দাঁড়িয়ে কৈলাস বিজয়বর্গীয় অভিষেকের বিরুদ্ধে বেশকিছু গুরুতর অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে, তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করতে চলেছেন অভিষেক।
তৃণমূল সূত্রের খবর,আজই তাঁকে ধরানো হবে আইনি নোটিশ।
বিষমদ কাণ্ডে শুক্রবার শান্তিপুরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কিছু মন্তব্য করেন কৈলাস বিজয়বর্গীয়। এই রাজ্যের বিজেপি পর্যবেক্ষক মন্তব্য করেন, " এখানের সরকারি মদ বিক্রির টাকা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর বেআইনি মদ বিক্রির টাকা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরে। এই মৃত্যুর সম্পূর্ণ দায় নিতে হবে তাদেরই।" এই মন্তব্যের পরেই শুরু হয়ে যায় তৃণমূল-বিজেপি তরজা।
কৈলাস বিজয়বর্গীয়র এই মন্তব্যের পরই তাঁকে পাল্টা হুঁশিয়ারি দেন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, "অভিষেকের বিরুদ্ধে বিজয়বর্গীয় যে অভিযোগ করেছেন, তা প্রমাণ করতে না পারলে মানহানির মামলা করা-হবে তাঁর বিরুদ্ধে।"
বিষমদ কাণ্ডে শুক্রবার শান্তিপুরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কিছু মন্তব্য করেন কৈলাস বিজয়বর্গীয়। এই রাজ্যের বিজেপি পর্যবেক্ষক মন্তব্য করেন, " এখানের সরকারি মদ বিক্রির টাকা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর বেআইনি মদ বিক্রির টাকা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরে। এই মৃত্যুর সম্পূর্ণ দায় নিতে হবে তাদেরই।" এই মন্তব্যের পরেই শুরু হয়ে যায় তৃণমূল-বিজেপি তরজা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন