জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। আজ, রবিবার সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মুর্শিদাবাদ জেলার নবগ্রাম বিধানসভার সিপিআই(এম) বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। আজ নবগ্রামের রসুলপুর স্কুল ময়দানে তৃণমূলের এক জনসভাতে প্রধান বক্তা ছিলেন রাজ্যের পরিবেশ ও পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।
সেখানেই কানাই চন্দ্র মণ্ডলের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী। কানাই চন্দ্র মণ্ডলের পাশাপাশি শাসকদলে নাম লেখান বেলডাঙা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার অনিতা সাহা। কানাই চন্দ্র মণ্ডলের যোগদানের ফলে মুর্শিদাবাদের যতগুলি বিধানসভা কেন্দ্র আছে তাতে তৃণমূলের বিধায়কদের সংখ্যা হয়ে দাঁড়ালো ১১ ।
আজকের সভা থেকে শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, ১৬ ডিসেম্বর রানিনগরের সভায় আরও বড় চমক থাকছে। মন্ত্রীর এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে দলবদলের আগাম আলোচনা শুরু হয়ে গিয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা এবার হয়ত বেশকিছু কংগ্রেস নেতা যোগ দিতে পারেন তৃণমূলে। রসুলপুরের সভা থেকেও অধীর চৌধুরীর বিরুদ্ধে আক্রমণ করেন শুভেন্দু-বাবু। বলেন, ১৯ জানুয়ারি ব্রিগেডের সমাবেশে কংগ্রেসের বেশকিছু কেন্দ্রীয় নেতা থাকছেন। কিন্তু এই রাজ্যে অধীর চৌধুরী সমানে মুখ্যমন্ত্রীর সমালোচনা করে চলেছেন। অধীর যে বিজেপিকে ইন্ধন যোগাচ্ছেন তা এই কাজ থেকেই স্পষ্ট ! এমনটাই দাবি করন শুভেন্দু।
আজকের সভা থেকে শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, ১৬ ডিসেম্বর রানিনগরের সভায় আরও বড় চমক থাকছে। মন্ত্রীর এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে দলবদলের আগাম আলোচনা শুরু হয়ে গিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন