সামনে নির্বাচন। আর ওই নির্বাচনে কর্মী হিসাবে নাম চলে এলে নাম কাটাতে আসবেন না। এই বলে শিক্ষকদের চাপে রাখার চেষ্টা করলেন অনুব্রত মণ্ডল। এদিন বোলপুর গীতাঞ্জলী প্রেক্ষাগৃহে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা কর্মীদের নিয়ে একটা সভা ছিল।
তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা কর্মী সভায় উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, সহ সভাপতি অভিজিৎ সিংহ, সংগঠনের সভাপতি প্রলয় নায়ক সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এই সভায় বক্তব্য রাখার সময় অনুব্রত মণ্ডল বলেন, "যখন শুনি কোনও স্কুলে বোম পড়ে, কোন স্কুলে ঝামেলা হয়, খুব খারাপ লাগে। আবার যখন শুনি কোনও মাস্টারমশাই ট্রেনে-বাসে সমালোচনা করেন তখনও খারাপ লাগে।
"ভোট কর্মী হিসাবে নাম নথিভুক্ত হলে অশান্তির ভয়ে অনেক শিক্ষক-শিক্ষিকারা পিছিয়ে জান।
বিশেষ করে বীরভূমে অশান্তির ভয়ে ভোট কর্মী হিসাবে কাজ করতে চান না শিক্ষক-শিক্ষিকারা। এই প্রসঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে অনুব্রত মণ্ডল বলেন, "যখন কোনও ভোটে নাম আসে, লাইন করে চলে আসছেন নাম কাটাতে। আমার কাছে আর আসবেন না। এবার নাম কাটব না। আগের থেকে বলে দিলাম। অসুখ-বিসুখ হলে ভেবে দেখব। না হলে কিন্তু কাটব না।"
"ভোট কর্মী হিসাবে নাম নথিভুক্ত হলে অশান্তির ভয়ে অনেক শিক্ষক-শিক্ষিকারা পিছিয়ে জান।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন