বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। এবারের লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে বদ্ধপরিকর দেশের বেশিরভাগ রাজনৈতিক দল গুলি। রামায়ণের হনুমানকে অনগ্রসর শ্রেণীভুক্তের মধ্যে রেখে বিতর্কে জড়িয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এবার সেই বক্তব্যের পাল্টা জবাব দিলেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট।
এই প্রসঙ্গে বীরভূমের মল্লারপুরে বক্তব্য রাখার সময় বিজেপির বিরুদ্ধে ভেদাভেদের রাজনীতির অভিযোগ তুলে কেষ্ট বলেন নিজেদের রাজনৈতিক স্বার্থে পৌরাণিক চরিত্রেরও অপব্যবহার করছে বিজেপি। এই বিভেদের রাজনীতির ফলে দেশের মধ্যে মানুষে মানুষে দূরত্ব তৈরি হচ্ছে। বাড়ছে হিংসাত্মক ঘটনা। এইভাবে একদম চেনা ভঙ্গিতে যোগীর বিরুদ্ধে হুঙ্কার দিলেন অনুব্রত।
এর পরে তিনি বলেন দেশের স্বার্থে পরবর্তী লোকসভা নির্বাচনে বিজেপিকে যে কোনও মূল্যে পরাস্ত করতে হবে। লোকসভার আগেই বাংলার বিভিন্ন প্রান্তে রথযাত্রার আয়োজন করেছে বিজেপি। সেই প্রসঙ্গে তৃণমূল-নেত্রীর সুরেই তিনি জানিয়েছেন বিজেপি ১৪ তারিখ রথযাত্রা করলে সেই একই পথে পবিত্র-যাত্রা করবে তৃণমূল কংগ্রেস।
এই প্রসঙ্গে বীরভূমের মল্লারপুরে বক্তব্য রাখার সময় বিজেপির বিরুদ্ধে ভেদাভেদের রাজনীতির অভিযোগ তুলে কেষ্ট বলেন নিজেদের রাজনৈতিক স্বার্থে পৌরাণিক চরিত্রেরও অপব্যবহার করছে বিজেপি। এই বিভেদের রাজনীতির ফলে দেশের মধ্যে মানুষে মানুষে দূরত্ব তৈরি হচ্ছে। বাড়ছে হিংসাত্মক ঘটনা। এইভাবে একদম চেনা ভঙ্গিতে যোগীর বিরুদ্ধে হুঙ্কার দিলেন অনুব্রত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন