রাজ্যের মানুষের কাছে তাঁর বদনাম হয়েছে। আর সেই বদনাম রটিয়েছেন স্বয়ং তাঁর স্বামী এবং প্রাক্তন মেয়র-মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। তাঁর নামে এই অপবাদ সহ্য করতে পারেননি রত্না। বিচার চাইতে তিনি ছুটে গিয়েছিলেন দিদির(মমতা বন্দ্যোপাধ্যায়)কাছে।
এক সংবাদমাধ্যমের কাছে রত্না-দেবী জানিয়েছেন, দিদি তাঁকে মাথা ঠাণ্ডা রেখে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন। তাই এখন ভবিষ্যতটা ঈশ্বরের হাতেই ছেড়ে দিয়েছেন রত্না চট্টোপাধ্যায়।
অনেক বিতর্কের পরে গত মঙ্গলবার ২০ নভেম্বর মন্ত্রীত্ব থেকে সরে দাঁড়িয়েছেন শোভন চট্টোপাধ্যায়। ঠিক তার পরের দিনই নিজের স্ত্রীর নামে বিতর্কিত মন্তব্য করলেন শোভন চট্টোপাধ্যায়। স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক কুরুচিকর মন্তব্য করেন প্রাক্তন মেয়র। এর পরে শোভন-বাবু অভিযোগ করেন তাঁর জন্মদিনের কেকে বিষ মেশানো হয়েছিল।
এমনকি সুপারি কিলার দিয়ে তাঁর বন্ধু বৈশাখী ও তাঁর মেয়েকে খুনের চেষ্টা করেছিলেন ওই রত্না। এছাড়াও তাঁকে না জানিয়ে কোম্পানি তৈরি করেছিলেন তাঁর স্ত্রী। কোম্পানির নাম- জিসিআর (গোপাল চিকু রত্না)। এই চিকুর আসল নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এরি সঙ্গে রত্না প্রেম করতেন। এমনকি রত্না বলেছিলেন, ‘‘বেশ করছি প্রেম করছি। না পোষালে ডিভোর্স দাও।’’
এই কথাগুলি শোনার পরেই রত্না ছুটে জান মুখ্যমন্ত্রীর কাছে।
অনেক বিতর্কের পরে গত মঙ্গলবার ২০ নভেম্বর মন্ত্রীত্ব থেকে সরে দাঁড়িয়েছেন শোভন চট্টোপাধ্যায়। ঠিক তার পরের দিনই নিজের স্ত্রীর নামে বিতর্কিত মন্তব্য করলেন শোভন চট্টোপাধ্যায়। স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক কুরুচিকর মন্তব্য করেন প্রাক্তন মেয়র। এর পরে শোভন-বাবু অভিযোগ করেন তাঁর জন্মদিনের কেকে বিষ মেশানো হয়েছিল।
এই কথাগুলি শোনার পরেই রত্না ছুটে জান মুখ্যমন্ত্রীর কাছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন