কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন কবে হবে তা এখনও ঠিক করে উঠতে পারেনি রাজ্য সরকার! রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কথা থেকে অন্তত তারি ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এই প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন গণতন্ত্রের একটা অংশ। তাই ছাত্র নির্বাচন হবেই। কিন্তু, প্রতিবছর নির্বাচন করলে ছাত্র সংসদ সেইভাবে কাজের সুযোগ পায় না। তাই এই নির্বাচন আমরা দু’বছর অন্তর করেছি।” গতকাল বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী। সেখানেই তিনি একথা জানান। তিনি আরও বলেন আগামী ৩১ মার্চ পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই।
কলেজ পড়ুয়াদের তরফে শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করা হয়েছিল, কলেজের একটি ক্লাসে ৪০ জন পড়ুয়া থাকলে ছাত্র প্রতিনিধির সংখ্যা যেন বাড়ায় রাজ্য।
এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, কলেজ পড়ুয়াদের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত হয়েছে যে কোনও বিশ্ববিদ্যালয় বা কলেজে একটি ক্লাসে ৪০ জন পড়ুয়া থাকলে একের জায়গায় দু’জন ছাত্র প্রতিনিধি রাখা হবে।
উল্লেখ্য, এবার থেকে অধ্যাপকদের আচরণে কড়া নজর রাখতে সাতজন উপাচার্যকে নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গড়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। ওই কমিটির মাথায় থাকছেন শুভ্রশংকর সরকার।
কলেজ পড়ুয়াদের তরফে শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করা হয়েছিল, কলেজের একটি ক্লাসে ৪০ জন পড়ুয়া থাকলে ছাত্র প্রতিনিধির সংখ্যা যেন বাড়ায় রাজ্য।
উল্লেখ্য, এবার থেকে অধ্যাপকদের আচরণে কড়া নজর রাখতে সাতজন উপাচার্যকে নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গড়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। ওই কমিটির মাথায় থাকছেন শুভ্রশংকর সরকার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন