পেরিয়ে গিয়েছে বেশ কিছু মাস। ভুলে গিয়েছেন এই রাজ্যের হবু শিক্ষকরা। ধামা চাপা পড়ে গিয়েছে পরেশ অধিকারী বিতর্ক। আর তাই আজ নিঃশব্দে মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকা পদে যোগ দিলেন পরশ কন্যা।
বাম জামানায় গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। পরে ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম উঠে আসে ওয়েট লিস্টের প্রথমে। এ দিন ইন্দিরা উচ্চবিদ্যালয় সূত্রে জানা গিয়েছে আজ কাজে যোগ দিয়েছেন অঙ্কিতা।
বিতর্কের সূত্রপাত রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগের জন্য স্কুল সার্ভিসের মেধা তালিকাকে কেন্দ্র করে। আদালতের নির্দেশে, স্কুল সার্ভিসে নিয়োগের ক্ষেত্রে আগে মেধা তালিকা প্রকাশ করা হয়। আর সেই তালিকা পিডিএফ ফরম্যাটে প্রকাশ করা বাধ্যতামূলক ছিল। কোচবিহারে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগের জন্য এসএসসি তালিকা প্রকাশ হয়েছিল। SC জাতিভুক্তদের জন্য মেধা তালিকার ওয়েট লিস্টে প্রথমে নাম ছিল ববিতা বর্মনের। অথচ পরে এসএসসি-র ওয়েবসাইটে রাষ্ট্রবিজ্ঞানের তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসনের ওয়েট লিস্টে দেখা যায় ববিতার নাম চলে গিয়েছে দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে রয়েছে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম। উল্লেখযোগ্য হল, এক দিন আগে পর্যন্ত তালিকায় নামই ছিল না অঙ্কিতার।
এর পরে তালিকায় নাম থাকা চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের সময়েও অঙ্কিতাকে দেখা যায়নি বলে একাধিক সংবাদমাধ্যম দাবি করে। তবে হঠাৎ করে মেধাতালিকায় নাম ওঠা অঙ্কিতাকে শনিবার মেখলিগঞ্জে তাঁর বাড়ির পাশের স্কুলে যোগ দিতে দেখে অবাক রাজ্যের হবু শিক্ষকরা।
(সৌজন্যে নজরবন্দি)
বাম জামানায় গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। পরে ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম উঠে আসে ওয়েট লিস্টের প্রথমে। এ দিন ইন্দিরা উচ্চবিদ্যালয় সূত্রে জানা গিয়েছে আজ কাজে যোগ দিয়েছেন অঙ্কিতা।
বিতর্কের সূত্রপাত রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগের জন্য স্কুল সার্ভিসের মেধা তালিকাকে কেন্দ্র করে। আদালতের নির্দেশে, স্কুল সার্ভিসে নিয়োগের ক্ষেত্রে আগে মেধা তালিকা প্রকাশ করা হয়। আর সেই তালিকা পিডিএফ ফরম্যাটে প্রকাশ করা বাধ্যতামূলক ছিল। কোচবিহারে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগের জন্য এসএসসি তালিকা প্রকাশ হয়েছিল। SC জাতিভুক্তদের জন্য মেধা তালিকার ওয়েট লিস্টে প্রথমে নাম ছিল ববিতা বর্মনের। অথচ পরে এসএসসি-র ওয়েবসাইটে রাষ্ট্রবিজ্ঞানের তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসনের ওয়েট লিস্টে দেখা যায় ববিতার নাম চলে গিয়েছে দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে রয়েছে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম। উল্লেখযোগ্য হল, এক দিন আগে পর্যন্ত তালিকায় নামই ছিল না অঙ্কিতার।
এর পরে তালিকায় নাম থাকা চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের সময়েও অঙ্কিতাকে দেখা যায়নি বলে একাধিক সংবাদমাধ্যম দাবি করে। তবে হঠাৎ করে মেধাতালিকায় নাম ওঠা অঙ্কিতাকে শনিবার মেখলিগঞ্জে তাঁর বাড়ির পাশের স্কুলে যোগ দিতে দেখে অবাক রাজ্যের হবু শিক্ষকরা।
(সৌজন্যে নজরবন্দি)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন