নিয়ম না মেনে পৌর আইন সংশোধন করা এবং এর পাশাপাশি কাউন্সিলর নয় এমন ব্যক্তিকে মেয়র করার সিদ্ধান্তের বিরুদ্ধে বামফ্রন্ট কাউন্সিলদের বিক্ষোভ পৌরসভার চেয়ার পার্সন মালা রায়ের কেবিনের সামনে।
পৌরসভার বাম কাউন্সিলরদের দাবি, গোটা পৌরসভায় ১২৩ জন তৃণমূল কাউন্সিলরের কী আদৌ কোনও যোগ্যতা নেই মেয়র পদে বসার? মুখ্যমন্ত্রীর ধারনা কী জানতে চান বাম কাউন্সিলররা। উপরন্তু মেয়র পদে এমন একজনকে বসানো হল যার নাম নারদ ঘুষ-কাণ্ডে জড়িয়েছে। এই ঘটনায় বাম কাউন্সিলররা যে ক্ষুব্ধ তা তারা বুঝিয়ে দেন এই বিক্ষোভের মাধ্যমে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন