এবার পাকিস্তানকে চরম বার্তা দিলেন পাঞ্জাবের কংগ্রেস পরিচালিত সরকারের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। বর্তমান রাজনৈতিক পরিস্থিতে বিচার করে বলা যায় তাঁর এই হুমকি খুবি তাৎপর্যপূর্ণ ।
অমরিন্দর সিং বলেন, ভারতের একটা দক্ষ সেনাবাহিনী আছে। সেই সেনাবাহিনী পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং ভীষণ শক্তিশালী। পাকিস্তানের সেনাপ্রধানকে বলছি, আমরা যে কোনও সময় যুদ্ধের জন্য তৈরি আছি।
একজন প্রাক্তন সেনা অফিসার হিসাবে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে তিনি কিছু প্রশ্ন করেন। তিনি বলেন, আচ্ছা বলতে পারেন, পড়সি রাষ্ট্রের নিরীহ জনগণের উপর হামলা চালাতে কোন দেশের সেনাবাহিনী প্রশিক্ষণ দেয়? বছরের পর বছর কোন সুস্থ দেশ সন্ত্রাসবাদীদের মদত দিয়ে প্রতিবেশী দেশে অনুপ্রবেশ করায়? সন্ত্রাসকে শিল্প আর জীবিকাতে পরিণত করে কোন দেশ?
বিনা প্ররোচনায় প্রতিপক্ষের জওয়ানকে মারতে শেখায় কোন সেনাবাহিনী? আসলে মিস্টার বাজওয়া আপনি এবং আপনার সেনাবাহিনী দুর্বল এবং আপনার সেনারা কাপুরুষ। মনে রাখুন আমরা পাঞ্জাবি। আমরা নাশকতা বরদাস্ত করি না। হিম্মত থাকলে সামনা-সামনি লড়াই করুন।
অমরিন্দর সিং বলেন, ভারতের একটা দক্ষ সেনাবাহিনী আছে। সেই সেনাবাহিনী পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং ভীষণ শক্তিশালী। পাকিস্তানের সেনাপ্রধানকে বলছি, আমরা যে কোনও সময় যুদ্ধের জন্য তৈরি আছি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন