নবান্নে মহার্ঘ ভাতার দাবিতে বিক্ষোভ দেখিয়ে ছিলেন। আর তার জেরে শাস্তি পেতে হল। বদলি করা হল ১৮জনকে। রাজ্য সকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, কো-অর্ডিনেশন কমিটির ১৮ জন সদস্যকে বদলি করা হয়েছে।
৭জনকে বদলি করা হয়েছে পাহাড়ে। বাকিদের বদলি করা হল উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয় সিনহা এই বদলি প্রসঙ্গে বলেন, এভাবে আন্দোলন দমাতে পারবে না রাজ্য সরকার।
এই প্রসঙ্গে বলে রাখা ভাল, কর্মীদের দাবি-দাওয়া নিয়ে প্রতিবাদ করায় বদলি করা হয়েছে শাসক দলের এক গুরুত্বপূর্ণ সদস্য সঞ্জীব পালকেও। রাজ্য সরকারি কর্মী সংগঠনের নেতা হিসাবে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সঞ্জীব-বাবু।
কিন্তু শাসকদলের কর্মী সংগঠনের নেতা হলেও কর্মীদের স্বার্থে আন্দোলনে নামা যাবে না বলে জানিয়ে দেওয়া হয় আগেই। এর পরই মুখ খোলেন সঞ্জীব-বাবু।
তাঁর অভিযোগ, আন্দোলন না করলে দাবি আদায় করা সম্ভব নয়। বাম জমানাতেও এমনভাবে আন্দোলনের কণ্ঠরোধ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। বলেন, মহাকরণে সরকারের বিরুদ্ধে অনেক কথা বলেছি বহু বার। কিন্তু কখনো এমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি।
উল্লেখ্য, বকেয়া ডিএ-সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার নবান্নে বিক্ষোভ দেখায় সরকারি কর্মীদের একাংশ। সামনের সারিতে ছিলেন কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা। আর সেই ঘটনার জেরে ২০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। আর তার পরেই শাস্তি হিসাবে এই বদলি।
এই প্রসঙ্গে বলে রাখা ভাল, কর্মীদের দাবি-দাওয়া নিয়ে প্রতিবাদ করায় বদলি করা হয়েছে শাসক দলের এক গুরুত্বপূর্ণ সদস্য সঞ্জীব পালকেও। রাজ্য সরকারি কর্মী সংগঠনের নেতা হিসাবে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সঞ্জীব-বাবু।
তাঁর অভিযোগ, আন্দোলন না করলে দাবি আদায় করা সম্ভব নয়। বাম জমানাতেও এমনভাবে আন্দোলনের কণ্ঠরোধ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। বলেন, মহাকরণে সরকারের বিরুদ্ধে অনেক কথা বলেছি বহু বার। কিন্তু কখনো এমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি।
উল্লেখ্য, বকেয়া ডিএ-সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার নবান্নে বিক্ষোভ দেখায় সরকারি কর্মীদের একাংশ। সামনের সারিতে ছিলেন কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা। আর সেই ঘটনার জেরে ২০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। আর তার পরেই শাস্তি হিসাবে এই বদলি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন