রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে বিতর্ক চলছে বহু দিন ধরে। আর আদালতে ডিএ নিয়ে দায়ের হয়েছে মামলা। মহার্ঘ ভাতা মামলায় শুনানিতে সময় নষ্ট করছেন রাজ্য সরকারের আইনজীবীরা। বুধবার স্যাটে মহার্ঘ ভাতা বা ডি এ সংক্রান্ত মামলার শুনানির সময়ে সরকারি আইনজীবীদের উদ্দেশে বিচারপতিরা বলেন, মামলার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছেন তাঁরা। হাইকোর্টে যদি রিভিউ পিটিশন জমা পড়ে , তার কপি দ্রুত জমা দিতে হবে।
আগামী ৬ই ডিসেম্বরের মধ্যে আবেদনের কপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী ১১ই ডিসেম্বরের মধ্যে এই মামলার নিষ্পত্তি করার চেষ্টা চলছে। এদিকে এদিন মামলার আবেদনকারী মলয়কুমার মুখার্জির আইনজীবী আমজাদ আলি এবং স্বপন কুমার দে-র আইনজীবী ফিরদৌস শামিম আদালতকে জানিয়েছেন, পুনর্বিবেচনার আবেদনের কপি তাঁরাও এখনও হাতে পাননি। তবে অনেকের অনুমান ১১ ই ডিসেম্বর এই মামলার গতিপ্রকৃতি কোন দিকে যাবে তা প্রায় ঠিক হয়ে যাবে।
আগামী ৬ই ডিসেম্বরের মধ্যে আবেদনের কপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী ১১ই ডিসেম্বরের মধ্যে এই মামলার নিষ্পত্তি করার চেষ্টা চলছে। এদিকে এদিন মামলার আবেদনকারী মলয়কুমার মুখার্জির আইনজীবী আমজাদ আলি এবং স্বপন কুমার দে-র আইনজীবী ফিরদৌস শামিম আদালতকে জানিয়েছেন, পুনর্বিবেচনার আবেদনের কপি তাঁরাও এখনও হাতে পাননি। তবে অনেকের অনুমান ১১ ই ডিসেম্বর এই মামলার গতিপ্রকৃতি কোন দিকে যাবে তা প্রায় ঠিক হয়ে যাবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন