আজকের লড়াই ছিল সম্মানের। আর সেই লড়াইয়ে নিজে যা কত বড় মাপের ক্রিকেটার তার পরিচয় দিয়ে দলকে জিতিয়ে আনলেন অধিনায়ক কোহলি। প্রথম ম্যাচে অল্পের জন্য হার। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে বাতিল। অনেকেই মনে করছিলেন সিরিজের তৃতীয় ম্যাচের আগে মনোসংযোগে ব্যাঘাত ঘটতে পারে কোহলি বাহিনীর। কিন্তু অধিনায়ক বিরাট আরও একবার প্রমাণ করলেন কেন তাঁকে বিশ্বের সেরা ক্রিকেটার বলা হয়। শুরুটা করেছিলেন ধাওয়ান ও রোহিত, শেষ করলেন খোদ বিরাট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচ জিতে টি-২০ সিরিজে সমতা ফেরাল ভারত।
সিডনিতে আজকের লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার ক্যাপটেন। প্রথমে ব্যাট করে ভারতের সামনে ১৬৫ রানের টার্গেট দেয় তারা। অজিদের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন শর্ট, অধিনায়ক ফিঞ্চ করেন ২৮ রান। ভারতের হয়ে ভাল বোলিং করেন ক্রুণাল পাণ্ডিয়া। ৪ ওভারে ৩৬ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। অজিদের দেওয়া লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা বেশ ভালই করে টিম ইন্ডিয়া। দুই ওপেনার শুরু থেকেই দক্ষ হাতে অজি বোলারদের মোকাবিলা করেন। ভারতের প্রথম উইকেটের পতন ঘটে ৬০ এর গণ্ডি পেরোনোর পরে। এরপর অবশ্য পরপর দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। এরপরই ম্যাচের হাল ধরেন খোদ অধিনায়ক বিরাট। ঠাণ্ডা মাথায় দলকে পৌঁছে দেন জয়ের লক্ষ্যে।
সিডনিতে আজকের লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার ক্যাপটেন। প্রথমে ব্যাট করে ভারতের সামনে ১৬৫ রানের টার্গেট দেয় তারা। অজিদের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন শর্ট, অধিনায়ক ফিঞ্চ করেন ২৮ রান। ভারতের হয়ে ভাল বোলিং করেন ক্রুণাল পাণ্ডিয়া। ৪ ওভারে ৩৬ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। অজিদের দেওয়া লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা বেশ ভালই করে টিম ইন্ডিয়া। দুই ওপেনার শুরু থেকেই দক্ষ হাতে অজি বোলারদের মোকাবিলা করেন। ভারতের প্রথম উইকেটের পতন ঘটে ৬০ এর গণ্ডি পেরোনোর পরে। এরপর অবশ্য পরপর দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। এরপরই ম্যাচের হাল ধরেন খোদ অধিনায়ক বিরাট। ঠাণ্ডা মাথায় দলকে পৌঁছে দেন জয়ের লক্ষ্যে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন