আজ, বৃহস্পতিবার লাল পতাকায় ঢেকে জায় শহর কলকাতার একটা বড় অংশ। আর এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হল শহর কলকাতায়। বিশেষত হাওড়া, মধ্য কলকাতায় সপ্তাহের কর্মব্যস্ত দিনে ভোগান্তি হল নিত্য যাত্রীদের।
বুধবার সিঙ্গুর থেকে শুরু হয় সিপিআই(এম) এর এই মিছিল। বৃহস্পতিবার দুপুরে হাওড়া হয়ে কলকাতায় আসে এই র্যালিটি। হাওড়া ব্রিজের উপর মিছিলে হাজার-হাজার মানুষের অংশগ্রহণে ব্যাহত হয় যানবাহন চলাচল। পরে মিছিলটি রানি রাসমণির দিকে চলে আসে।
সেখানে সভা করে সিপিআই(এম) নেতৃত্ব। ফলত ধর্মতলা চত্বরেও সিপিআই(এম) এর মিছিল ও সভাকে কেন্দ্র করে চরম ভোগান্তি হয় নিত্য যাত্রীদের। একাধিক বাস অন্য রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। এই মিছিলে বিপুল মানুষের অংশগ্রহণ দেখে সিপিআই(এম) নেতৃত্ব উচ্ছ্বসিত হলেও, সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।
প্রসঙ্গত, বুধবার সিঙ্গুরের রতনপুর মোড় থেকে সকাল এগারোটা নাগাদ শুরু হয় এই মিছিল। কৃষক-খেতমজুরদের রাজভবন অভিযানের কর্মসূচিতে খুশি এই রাজ্যের সিপিআই(এম) নেতৃত্ব। মোট নয় দফা দাবিতে হয় এই পদযাত্রা হয়।
প্রসঙ্গত, বুধবার সিঙ্গুরের রতনপুর মোড় থেকে সকাল এগারোটা নাগাদ শুরু হয় এই মিছিল। কৃষক-খেতমজুরদের রাজভবন অভিযানের কর্মসূচিতে খুশি এই রাজ্যের সিপিআই(এম) নেতৃত্ব। মোট নয় দফা দাবিতে হয় এই পদযাত্রা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন