প্রথমে মোদীর মায়ের বয়স নিয়ে কটাক্ষ। আর এবার তাঁর বাবার নাম নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস নেতা। বিজেপিকে নিশানা করে বলতে গিয়ে রাহুল গান্ধীর দলের নেতা বিলাসরাও মুত্তেমবার বিতর্কে জড়িয়ে পড়েন। তিনি বলেন, রাহুল গান্ধীর বাবার নাম সকলে জানেন। কিন্তু মোদীর বাবার নাম কী?
বিজেপির টুইট করা ওই ভিডিওয় মুত্তেমবারকে বলতে শোনা যাচ্ছে, ''প্রধানমন্ত্রীর চেয়ারে বসার আগে মোদীকে কে চিনতেন? নরেন্দ্রর বাবার নাম কী? রাহুল গান্ধীর বাবাকে দেশের সকলে চেনেন। রাহুলের বাবার নাম রাজীব গান্ধী। রাজীব গান্ধীর মায়ের নাম ইন্দিরা গান্ধী। ইন্দিরার বাবার নাম পণ্ডিত জহরলাল নেহরু। জহরলালের বাবা মতিলাল নেহরু। পাঁচ প্রজন্ম ধরে রাহুল গান্ধীর পরিবারকে সবাই জানেন। কিন্তু মোদীর বাবার নাম কী''?
তবে কংগ্রেস নেতার প্রধানমন্ত্রী নিয়ে এমন কটাক্ষের পরেই সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে এই নিয়ে কংগ্রেস হাই-কমাণ্ডের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
বিজেপির টুইট করা ওই ভিডিওয় মুত্তেমবারকে বলতে শোনা যাচ্ছে, ''প্রধানমন্ত্রীর চেয়ারে বসার আগে মোদীকে কে চিনতেন? নরেন্দ্রর বাবার নাম কী? রাহুল গান্ধীর বাবাকে দেশের সকলে চেনেন। রাহুলের বাবার নাম রাজীব গান্ধী। রাজীব গান্ধীর মায়ের নাম ইন্দিরা গান্ধী। ইন্দিরার বাবার নাম পণ্ডিত জহরলাল নেহরু। জহরলালের বাবা মতিলাল নেহরু। পাঁচ প্রজন্ম ধরে রাহুল গান্ধীর পরিবারকে সবাই জানেন। কিন্তু মোদীর বাবার নাম কী''?
তবে কংগ্রেস নেতার প্রধানমন্ত্রী নিয়ে এমন কটাক্ষের পরেই সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে এই নিয়ে কংগ্রেস হাই-কমাণ্ডের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন