প্রতি বছরের মতন হুল দিবসে ঝাড়গ্রাম সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও নাম না করে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি। বিভাজনের রাজনীতি নিয়ে বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ঝাড়খণ্ডে আদিবাসীদের জমি দখল করা হচ্ছে জোরকরে। ঝাড়খণ্ডের মানুষ ভালো চিকিৎসা পায় না। ’’ এর পরে তিনি আরও বলেন, “ভোটের আগে ওরা টাকা নিয়ে আসে।
ওরা রাবণের পুজো করে, আমরা দুর্গার পুজো করি। ওরা দেবতাকে বিক্রি করে খায়। দেশে আগুন জ্বালায়।” মুখ্যমন্ত্রীর কটাক্ষ, “দেশ না বাঁচিয়ে ওরা বিক্রি করে দিচ্ছে। যারা দেশ ভাগাভাগি করে তারা সমাজের শত্রু। ওরা চায় না বাংলার ভালো হোক।” মুখ্যমন্ত্রী এই সভার শুরু থেকেই বিজেপিকে সমনে আক্রমণ করেন। তবে এই সভায় সিপিআই(এম) কে নিয়ে সেইভাবে আক্রমণ করতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীর। রাজনৈতিক মহলের একটা অংশের ধারণা এই রাজ্যে বিজেপির উত্থানে আতঙ্কিত হয়েই বিজেপিকে আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন