খোদ শিক্ষামন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো সতর্ক করার পরেও পরিস্থিতির পরিবর্তন হল না। আজ, বুধবার ফের উত্তপ্ত বেহালা কলেজে। ক্যাম্পাসের মধ্যে ধস্তাধস্তি এবং তার পরে হাতাহাতিতে মাথা ফাটল একজন পড়ুয়ার।
কলেজের গেটের বাইরে পুলিশের টহলদারি চলছে। এর পরে অধ্যক্ষের নির্দেশে বেহালা কলেজের স্থগিত ছাত্র সংসদের কাজকর্ম।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে আগেই। নিয়ম অনুযায়ী কলেজের পরীক্ষায় বসতে গেলে পড়ুয়াদের ন্যূনতম ৬০ শতাংশ উপস্থিতি থাকা বাধ্যতামূলক। আর স্রেফ উপস্থিতির হার কম থাকার কারণেই বিপাকে পড়েন বহু পড়ুয়া। বেহালার কলেজের পড়ুয়াদের একটা অংশের অভিযোগ, টাকার বিনিময়ে ক্লাসে উপস্থিতির হার বাড়িয়ে দিচ্ছেন ছাত্র সংসদের বেশকিছু নেতারা। এর প্রতিবাদে গত শনিবার বেহালা কলেজে গেটে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। ছাত্র সংসদ সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের বচসাও হয় ওই দিন। বুধবার ফের উত্তেজনা ছড়াল কলেজের সামনে।
সকাল থেকে কলেজে গেটের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। তখন কলেজের ভিতরে ছিলেন সাধারণ সম্পাদক-সহ বেহালা কলেজের ছাত্র সংসদের একাধিক সদস্যরা। একসময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। সংঘর্ষে এক পড়ুয়ার মাথা ফেটেছে। শেষপর্যন্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেহালা কলেজের গেটের সামনে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। অশান্তি এড়াতে গেটের বাইরে পুলিশি টহলদারি চলছে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে আগেই। নিয়ম অনুযায়ী কলেজের পরীক্ষায় বসতে গেলে পড়ুয়াদের ন্যূনতম ৬০ শতাংশ উপস্থিতি থাকা বাধ্যতামূলক। আর স্রেফ উপস্থিতির হার কম থাকার কারণেই বিপাকে পড়েন বহু পড়ুয়া। বেহালার কলেজের পড়ুয়াদের একটা অংশের অভিযোগ, টাকার বিনিময়ে ক্লাসে উপস্থিতির হার বাড়িয়ে দিচ্ছেন ছাত্র সংসদের বেশকিছু নেতারা। এর প্রতিবাদে গত শনিবার বেহালা কলেজে গেটে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। ছাত্র সংসদ সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের বচসাও হয় ওই দিন। বুধবার ফের উত্তেজনা ছড়াল কলেজের সামনে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন