অনেক বিতর্কের পরে কলকাতা পুরসভার মেয়র-পদ থেকে ইস্তফা দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। আর তাঁর ইস্তফা দেওয়ার দিনেই রাজ্যের পুর আইন সংশোধনের বিল পাশ করে রাজ্য সরকার।
ওই দিনই কলকাতা পুরসভার নতুন মেয়র হিসাবে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে দলীয় ভাবে মেয়র হিসাবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। তবে রাজ্য সরকারের ওই আইন সংশোধনীকে চ্যালেঞ্জ করে সে দিনই আদালতে যাওয়ার কথা জানিয়েছিলেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য।
সেই মতোই বুধবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন কলকাতা পুরসভার এক কাউন্সিলার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন