গতকাল দার্জিলিঙে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করল বিজেপি-র ৭ জনের এক প্রতিনিধি দল। বিজেপি-র দার্জিলিং জেলা সভাপতি মনোজ দেওয়ানের নেতৃত্বাধীন এই প্রতিনিধি দলে ছিলেন বিজেপির-র সহসভাপতি এস বি রসাইলি, কুমার ছেত্রী ও ধর্মেন্দ্র পোদ্দার সহ মোট ৭ জন।
এই প্রসঙ্গে বিজেপি-র দার্জিলিং জেলা সভাপতি মনোজ দেওয়ান বলেন, "পাহাড়ের পরিস্থিতি নিয়ে মাননীয় রাজ্যপালকে অবহিত করা হয়েছে। পাহাড়ে আদতে গণতন্ত্র নেই। এখানে সব রাজনৈতিক দলকে কর্মসূচী করতে দিচ্ছে না পুলিশ। কিন্তু, পাহাড় স্বাভাবিক বলে প্রচার করছে। যদিও বাস্তব অন্য কথা বলছে। সবটাই রাজ্যপালকে জানানো হয়েছে।"
এই প্রসঙ্গে বিজেপি-র দার্জিলিং জেলা সভাপতি মনোজ দেওয়ান বলেন, "পাহাড়ের পরিস্থিতি নিয়ে মাননীয় রাজ্যপালকে অবহিত করা হয়েছে। পাহাড়ে আদতে গণতন্ত্র নেই। এখানে সব রাজনৈতিক দলকে কর্মসূচী করতে দিচ্ছে না পুলিশ। কিন্তু, পাহাড় স্বাভাবিক বলে প্রচার করছে। যদিও বাস্তব অন্য কথা বলছে। সবটাই রাজ্যপালকে জানানো হয়েছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন