চলে গেলেন বর্ষীয়ান সংগীতশিল্পী মহম্মদ আজিজ। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। কলকাতাতে এসেছিলেন একটি অনুষ্ঠানে যোগ দিতে। কলকাতা থেকে অনুষ্ঠান সেরে মঙ্গলবার বিকেলে মুম্বইয়ে ফেরেন তিনি। মুম্বই বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি অসুস্থ হয়ে পড়েন । এর পর অসুস্থ শিল্পীকে মুম্বইয়ের নানাবতি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে মহম্মদ আজিজের, অনুমান চিকিৎসকদের।
১৯৫৪ সালের ২ জুলাই পশ্চিমবঙ্গের অশোকনগরে জন্ম এই সংগীতশিল্পীর।
রফি পরবর্তী বলিউডে একাধিক জনপ্রিয় গানে মানুষের মন জয় করেন তিনি। অনিল কাপুর অভিনীত ‘রাম-লক্ষণ’ ছবির ‘মাই নেম ইজ লক্ষণ’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তাঁর মৃত্যুর খবরে ভারতীয় সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে আসে।
১৯৫৪ সালের ২ জুলাই পশ্চিমবঙ্গের অশোকনগরে জন্ম এই সংগীতশিল্পীর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন