বিজেপি অনেক দিন আগেই রাজ্য জুড়ে রথ যাত্রার ঘোষণা করেছে। এবার রাজ্যের প্রতিটা জেলাতে সেই রথ যাত্রার প্রস্তুতি শুরু করে দিল বঙ্গ বিজেপির নেতারা। জেলায় জেলায় কর্মীদের নিয়ে বৈঠক করছে বিজেপির নেতাকর্মীরা। কিন্তু বিজেপিকে ছেড়ে কথা বলবেনা আগেই জানিয়ে দিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। আর তাই এবার বিজেপিকে জবাব দিতে কোমর বেঁধে আসরে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস।
বিজেপির রথযাত্রার পালটা খোল-করতাল নিয়ে কীর্তন করার ঘোষণা করেছে অনুব্রত মণ্ডল। বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি গৃহীত কর্মসূচি স্বার্থক করতে আসরে নেমে পড়েছেন তাঁর অনুগামীরা। শুরু হয়ে গিয়েছে কীর্তনের মহড়া।
বিজেপির রথযাত্রার পালটা খোল-করতাল নিয়ে কীর্তন করার ঘোষণা করেছে অনুব্রত মণ্ডল। বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি গৃহীত কর্মসূচি স্বার্থক করতে আসরে নেমে পড়েছেন তাঁর অনুগামীরা। শুরু হয়ে গিয়েছে কীর্তনের মহড়া।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন