২০১৯ এর নির্বাচনের আগে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে অস্বস্তিতে ফেললেন দক্ষিণ মালদহের সাংসদ আবু হাসেম খান চৌধুরী। সরাসরি প্রদেশ কংগ্রেস সভাপতির উল্টো সুরে রাজ্যের শাসকদলের সঙ্গে জোটবার্তা দিলেন। ফের একবার সিপিআই(এম) এর সঙ্গে নয়, তৃণমূলের সঙ্গে জোট করার পক্ষে যুক্তি দেখালেন তিনি।
লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি।
ইতিপূর্বেই মালদার দুই সাংসদ মৌসম বেনজির নূর ও আবু হাসেম খান চৌধুরী জোটের পক্ষে সওয়াল করেছিলেন। যদিও সম্প্রতি প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র তৃণমূলের সাথে জোটের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। কিন্তু সেই বার্তা গুরুত্ব না দিয়ে তৃণমূলের সাথে জোটের পক্ষে সওয়াল করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা ও দক্ষিণ মালদার এই সাংসদ। তিনি বলেন পঞ্চায়েতে সিপিআই(এম) এর সাথে জোট করেছিল দল। কিন্তু ওদের ভোটার আর নেই। তাই বিজেপিকে আটকাতে তৃণমূলের সাথেই জোট করা প্রয়োজন।
লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন